আমাদের সম্পর্কে

ShutkiBazar.com বাংলাদেশের বৃহত্তম অনলাইন ভিত্তিক শুঁটকি মাছের বাজার। রুচিবর্ধক খাবারগুলোর মধ্যে শুঁটকি মাছ অন্যতম।শুঁটকি মাছে রয়েছে প্রচুর পুষ্টিগুণ।দিন দিন বাড়ছে এর চাহিদাও। ভর্তা কিংবা তরকারি যেমনই হোক, শুঁটকি সমান সুস্বাদু। তবে এই সুস্বাদু খাবারের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই অবগত নন। সামুদ্রিক ও মিঠাপানির দুই রকম মাছের শুঁটকিতেই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি ও খনিজ লবণ। এ ছাড়া প্রচুর আমিষ থাকায় এটি আমিষের ঘাটতিও পূরণ করে।

গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে আমরা শুরু করি ShutkiBazar.com এর কার্যক্রম। আমাদের কাছে আপনি সামুদ্রিক ও মিঠাপানির সব ধরণের শুঁটকি পাবেন। দেশ-বিদেশে ছড়িয়ে আছে চট্টগ্রামের শুঁটকির খ্যাতি। সারাদেশের শুঁটকি চাহিদার ৮০ শতাংশ মেটানো হয় চট্টগ্রাম থেকে। প্রতিদিন গড়ে ৪০-৫০ মেট্রিক টন শুঁটকি সারা দেশে বিক্রি করা হয়। কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, রাবাইল্যা, বাশঁখালী থেকে ১০০% নির্ভেজাল ও উন্নতমানের শুঁটকি সংগ্রহ করে সঠিক সময়ে আমরা গ্রাহকের কাছে পৌঁছে দিই। তাই নিশ্চিন্তে আমাদের উপর আস্থা রাখতে পারেন।

আমরা প্রতিযোগিতায় নয় ,সততাই বিশ্বাসী

Close My Cart
Close Wishlist
Recently Viewed Close
Close

Close
Navigation
Categories